শ্রীপুরে রেলওয়ের এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রেলওয়ের ডেপুটি কমিশনার অহিদুন্নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রেলওয়ে সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শ্রীপুর, কাওরাইদ, সাতখামাইর, রাজেন্দ্র্রপুর ও ইজ্জতপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে প্রায় এক হাজার ছোট-বড় স্থাপনা উচ্ছেদ হয়। ক্রমান্বয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অভিযান চলবে। ১০০ দিন পর আবারও অভিযান চালানো হবে।
তবে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, রেলওয়ের জমিতে অসংখ্য দোকান থাকলেও কিছু দোকান বাদ দিয়ে অভিযান চালানো হয়েছে।
ডেপুটি কমিশনার অহিদুন্নবী জানান, এক মাস আগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।