বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২৭ কর্মকর্তা ও ৫৬ প্রতিষ্ঠান জড়িত : সংসদে প্রতিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি বেশ আলোচিত।
এই কেলেঙ্কারির সাথে ব্যাংকটির ২৭ কর্মকর্তা ও ৫৬টি প্রতিষ্ঠান জড়িত ছিল বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
সংসদের অধিবেশনে মঙ্গলবার বিকেলে সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয় ২০১৪ সালে তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে একজন অভিজ্ঞ ব্যাংকারকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে।
কেলেঙ্কারিতে জড়িত সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
দুদক অভিযুক্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।