নির্বাচনী সহিংসতা : ৫ জেলায় নিহত ৯

আলোকিত প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পাঁচ জেলায় অন্তত নয়জন নিহতের খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে পিরোজপুরে পাঁচজন, কক্সবাজারে একজন, নেত্রকোনায় একজন, সিরাজগঞ্জে একজন ও ঝালকাঠিতে একজন।

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাতা ইউনিয়নে ভোট গণনাকালে বিজিবির সাথে সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশীদের পাঁচ সমর্থক নিহত হয়েছেন।

নিহতরা হলেন সোহেল (২৫),  শাহাদাত (৩০), কামরুল (২৫), বেলাল (৩০) ও সোলায়মান (২০)।

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে বিদ্রোহী প্রার্থী নূর হোসেনের ভাই গফুর (৩০) নিহত হন।

নেত্রকোনার খালিয়াজুরীতে পুলিশের গুলিতে আওয়ামী লীগ প্রার্থী আবু ইছাহাকের ছোট ভাই কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পদদলিত হয়ে নওনাই বেগম (৬০) নিহত হন।

ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থী চুন্নু শিকদারের ভাই কাসেম শিকদার (৫৫) নিহত হয়েছেন।

আরও খবর