গাজীপুরের বাইমাইলে ‘নায়েবের যোগসাজশে’ কৃষি জমির মাটি বিক্রি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

কড্ডা ব্রিজ সংলগ্ন ময়লার ভাগাড়ের পেছনে কিছুদিন ধরে এ ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

ফলে একদিকে কমছে কৃষি জমি। অপরদিকে জমির শ্রেণি পরিবর্তনে নষ্ট হচ্ছে উর্বরাশক্তি।

এলাকাবাসী জানান, শিল্প কারখানার দূষিত পানিতে ফসল হবে না বলে প্রচার দিয়ে মাটি ব্যবসায়ীরা কৃষকদের ফাঁদে ফেলছেন। পরে মাটি কিনে ইউনিক সিরামিক কারখানায় সরবরাহ করা হচ্ছে।

ওই এলাকার তিন‌টি স্থান থেকে ভেকু দিয়ে ২০-৩০ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এতে করে আশপাশের কৃষি জমিও হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার ঘটনাটি সহকারী ক‌মিশনার (ভূমি) তা‌নিয়া তাবাসসুমকে জানালে তি‌নি কোনাবাড়ি ভূ‌মি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল জাব্বারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে নায়েব জাব্বার এ প্রতিবেদকের সামনেই একজনকে ফোন করে সরে যাওয়া সংক্রান্ত কথা বলেন।

এর পৌনে এক ঘণ্টা পর ভূমি অফিসের দুজন ঘটনাস্থলে যান। ততক্ষণে ভেকু ও একাধিক ড্রাম ট্রাক সটকে পড়ে।

আরও খবর