রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা
আলোকিত প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউল করিম সিদ্দিকীকে (৬১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মহানগরীর শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান সাংবাদিকদের জানান, রেজাউল করিম শনিবার সকালে বাসা থেকে বের হয়ে শালবন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।