আ.লীগের বাধায় ৮৩ প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি : রিজভীর অভিযোগ
আলোকিত প্রতিবেদক : সরকারি দলের বাধার কারণে ৮৩ জন প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ওই ৮৩ জনের মধ্যে বাগেরহাট জেলায় ৩০ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আরও চার-পাঁচজনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে।
রিজভী আরও অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার মৃধার সমর্থকদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ৫০ জন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।