রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি : আহত ২০
আলোকিত প্রতিবেদক : রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ঝড় ও শিলাবৃষ্টি হয়।
এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এর মধ্যে ১৪ জন কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের নেতা-কর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শহীদ মিনারে আহত ১৪ জনসহ বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।