গাজীপুরের মেয়রের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের পুলিশ লাইনস এলাকার শশী আক্তার নামের এক ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ৭৭২।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করায় দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়।

বিচারক সুমন হোসেন মামলাটি তদন্ত করে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী শেখ মেহেদী হাসান রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলায় বলা হয়, মেয়র জাহাঙ্গীর আলম একজন মুখোশধারী হাইব্রিড নেতা। তিনি বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন।

এ ছাড়া জাহাঙ্গীর আলম শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সমাজে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও খবর