দরিদ্র পরিবারে ৫০টি রোগের জন্য ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা চালু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ নামে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
এই প্রকল্পের আওতায় প্রতি বছর দরিদ্র মানুষেরা জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০টি রোগের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকার স্বাস্থ্য সুবিধা পাবেন।
জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে।
প্রকল্পের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে মনোনয়ন পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে গ্রীন ডেল্টার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আশাদুল ইসলাম ও গ্রীন ডেল্টার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে প্রকল্পটি টাঙ্গাইলের কালিহাতী, মধুপুর ও ঘাটাইল উপজেলায় পাইলট কার্যক্রম শুরু করবে।
পাইলট কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিয়ে কাজের পরিধি বাড়াবে সরকার।