গাজীপুরে পুলিশের লাঠিপেটায় গণমিছিল পণ্ড, আটক ২০

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকেলে নগরীর রাজবাড়ি সড়কের পাশে জজকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান জানান, তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলের আয়োজন করেন। কর্মসূচিতে যোগ দিতে কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল।

এ সময় পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আরও খবর