গাজীপুরসহ ৪ সিটি করপোরেশনের বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দ‌ক্ষিণ সি‌টি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে-তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারকে বিষয়টি জানাতে বলা হয়েছে।

একই সঙ্গে বায়ুদূষণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান গত ১৭ জানুয়ারি রিট আবেদন করেন।

সোমবার শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‌ওই আদেশ দেন।

রিটে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, পুলিশের আইজি, চার সিটি করপোরেশনের মেয়র ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সিটি করপোরেশনের কর্মীরা সকাল সাতটা থেকে আটটার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা ঝাড়ু দিয়ে ধুলা বাতাসে ছড়িয়ে দেন। ধুলাবালি ও আবর্জনা রাস্তার পাশে জড়ো করে রাখা হয়। সারা দিন রাস্তায় চলাচলকারী যানবাহনের কারণে তা বাতাসে ছড়াতে থাকে।

এ ছাড়া কোন কোন জায়গায় জড়ো করা আবর্জনা পোড়ানোর ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এসব ধুলা ও ধোঁয়ার কারণে নগরবাসী শ্বাসকষ্ট নিয়ে চলাচল করছেন।