গাজীপুরের সাফারি পার্কে ‘মারামারি ও সংক্রামক রোগে’ ৯ জেব্রার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয়টি জেব্রার মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও সংক্রামক রোগকে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পার্কের ঐরাবতী বিশ্রামাগার মিলনায়তনে মেডিকেল বোর্ডের সদস্য ও সাবেক ভেটেরিনারি সার্জন ডা. এ বি এম শহীদুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, হঠাৎ করে গায়ের তাপমাত্রা বৃদ্ধি ও শ্বাসকষ্ট দেখা দিলে ২০-২৫ মিনিটের মধ্যে জেব্রাগুলো মারা যায়। জেব্রাগুলোর মধ্যে সাতটি মাদি ও দুটি পুরুষ রয়েছে।
পুরুষ জেব্রাগুলোর মধ্যে কোনটি আগে প্রজনন করবে, এ নিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগে যায়। চিড়িয়াখানা বা সাফারি পার্কে এ রকম ঘটনা নতুন নয়।
পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জুয়েল বলেন, সাফারি পার্কে প্রাণি চিকিৎসক কম। পাঁচজনের একটি সেটআপের জন্য প্রস্তাব করা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সাফারি পার্কের মত এমন জাত ও জেব্রার সংখ্যা দেশের কোথাও নেই। কয়েকটি অসুস্থ জেব্রাকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছে।
গত ২ জানুয়ারি প্রথমে জেব্রার মৃত্যু হয়। পরে বিশেষজ্ঞদের পরামর্শে ময়মনসিংহ থেকে আনা ঘাস ধুয়ে খাওয়ানোর পরও কয়েকটি মারা গেছে।
পার্ক সূত্র জানায়, সাফারি পার্কে বর্তমানে ২২টি জেব্রা রয়েছে। করোনাকালে প্রাণিগুলোর প্রজনন আশাব্যঞ্জক ছিল।
আগে জেব্রার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে নয়টি মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন দেখা দেয়।