জাতীয় নির্বাচনের আগে আর নতুন রাস্তা করব না : সড়কমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি ডিসিদের বলেছি, এখন আর কোন নতুন রাস্তা করতে চাই না আগামী নির্বাচনের আগে। যে রাস্তাগুলো বিদ্যমান, সেই রাস্তাগুলো মেরামত করতে চাই, চলাচল উপযোগী করতে চাই।

তিনি বলেন, পরিবহনে ও সড়কে শৃঙ্খলাটাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। অনেক রাস্তা হয়েছে, সেতু হয়েছে, শৃঙ্খলা না এলে এসব সাফল্য ম্লান হয়ে যাবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়কমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মোটরসাইকেল, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি একটু নিয়ন্ত্রণ করার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শহরে মোটরসাইকেল অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। প্রায় প্রত্যেকে হেলমেট পড়েন।

মন্ত্রী আরও বলেন, মফস্বলে তিনজনও চড়ে, কিন্তু কারও মাথায় হেলমেট নেই। একটা ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়লে ১০ থেকে ১২ জন মারা যায়। হয়তো বড় দুর্ঘটনাতেও এত মারা যায় না।

আরও খবর