গাজীপুরের সাফারি পার্কে জন্ম নিল কুমিরের ৬ বাচ্চা

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মত ছয়টি কুমিরের বাচ্চার জন্ম হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ডিসেম্বরের প্রথম দিকে ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়ে পানিতে নেমে যায়। এত দিন কুমিরগুলো ডিম পাড়লেও বাচ্চা ফুটেনি।

পার্কে বর্তমানে ১০টি লোনা পানির কুমির ও ছয়টি মিঠাপনির কুমির রয়েছে। বাচ্চা দিয়েছে লোনা পানির একটি কুমির।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বাচ্চাগুলো বেষ্টনীর জলাধার থেকে শেওলা-জাতীয় খাবার গ্রহণ করছে। এগুলো দর্শণার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

আরও খবর