বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে : মাহবুবুর রহমান

আলোকিত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেছেন, সাত বছর আগে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এতে সেনাবাহিনী ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এর বিচার হচ্ছে। প্রকৃত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে মাহবুবুর রহমান এসব কথা বলেন।