গাইবান্ধায় কাঁচি দিয়ে টনসিল অপারেশন!

আলোকিত প্রতিবেদক : গাইবান্ধায় কাঁচি দিয়ে টনসিল অপারেশন করেছেন এক পল্লী চিকিৎসক।

ওই চিকিৎসকের নাম সিরাজুল ইসলাম (৪৫)।

ভুল চিকিৎসার শিকার গৃহবধূ নূরজাহান বেগম (২২) এখন গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা সদরের বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে সিরাজুল পলাতক রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, নূরজাহানের সাথে প্রায় পাঁচ বছর আগে পাশের সাঘাটা উপজেলার আমিরুল ইসলামের বিয়ে হয়। নূরজাহান কিছুদিন ধরে টনসিল রোগে ভুগছিলেন।

পরে তার বাবা আবদুল খালেক চিকিৎসা করাতে তাদের আত্মীয় সিরাজুলের শরণাপন্ন হন।

সিরাজুল সোমবার দুপুরে খালেকের বাড়িতে আসেন। পরে নূরজাহানকে বাড়ির উঠানে বসিয়ে তিনি অপারেশন শুরু করেন।

স্বজনরা নূরজাহানকে শক্ত করে ধরেন। সিরাজুল জিহ্বা টেনে ধরে কাঁচি দিয়ে টনসিল কাটেন।

এ সময় নূরজাহানের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে খবর পেয়ে পুলিশ সুপার আশরাফুল ইসলাম বুধবার সন্ধ্যায় পুলিশ পাঠিয়ে নূরজাহানকে উদ্ধার করেন।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, মুখে কাঁচি দিয়ে টনসিল কাটার ঘটনা অপচিকিৎসা ও অমানবিক। অভিযুক্ত সিরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর