গাজীপুরের কড্ডাসহ ৪ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কড্ডাসহ চারটি স্থানে ৫৩৫.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রগুলো উদ্বোধন করেন।

নতুন চালু হওয়া চার বিদ্যুৎ কেন্দ্র হল : গাজীপুর মহানগরীর কড্ডায় ১৫০ মেগাওয়াট, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, চট্টগ্রামের পটিয়ায় ১০৮ মেগাওয়াট ও কুমিল্লার জাঙ্গালিয়ায় ৫২.২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্র।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে।