গাজীপুরে মহাসড়কে প্রাইভেটকার আটকিয়ে ডাকাতি, গ্রেফতার ১০
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে মহাসড়কে প্রাইভেটকার আটকিয়ে ডাকাতির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহম্মেদ আলী (১৮), সজিব হোসেন রাজা (২২), জাহাঙ্গীর (২৯), রনি (১৯), হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), সাব্বির হোসেন (১৯) ও খন্দকার শাওন (২১)।
শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পিযুষ কুমার দে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার রাতে শশাংক কুমার রন্টু ও তার বন্ধু প্রাইভেটকারে নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়কের দুই পাশ থেকে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি ঘিরে ফেলে।
পরে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে ৭৭ হাজার ৬০০ টাকা, ছয়টি মোবাইল ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়।
পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ওই ১০ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।