সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ ভাগ অধ্যাপক গ্রেড-১ পাবেন : অর্থমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ ভাগ অধ্যাপক অষ্টম জাতীয় বেতন কাঠামোর গ্রেড-১ পাবেন।
শিক্ষকদের দাবির মুখে বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২৫ ভাগ শিক্ষক গ্রেড-২ থেকে গ্রেড-১ এ এবং গ্রেড-৩ থেকে গ্রেড-২ এ পদোন্নতি পাবেন। প্রথম গ্রেডে উন্নীত হতে হলে দ্বিতীয় গ্রেডে অন্তত দুই বছর চাকরি করতে হবে এবং চাকরির মোট বয়স ২০ বছর হতে হবে।
আরও কিছু কাজ শেষে তা কার্যকর হবে বলে তিনি জানান।