সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আ.লীগের সংখ্যাগরিষ্ঠতা
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
সাধারণ সম্পাদক পদে টানা চতুর্থবারের মত জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বিএনপির যুগ্ম মহাসচিব।
বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৮টিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা।
আর সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।