দুবাইয়ে আরাভ খানকে গ্রেফতারের কোন তথ্য নেই : আইজিপি

আলোকিত প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এসবির পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোল এবং দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আরাভ খান ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গেছেন। তাকে ফিরিয়ে আনতে কোন প্রতিবন্ধকতা রয়েছে কি না-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অনুষ্ঠান শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুবাই পুলিশ আরাভ খানকে গ্রেফতার করেছে বলে যে গুঞ্জন রয়েছে, এ সংক্রান্ত কোন তথ্য তার কাছে নেই।