কাশিমপুর কারাগারের পাশে সাবেক কারারক্ষী খুন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কারাগারের পাশে সাবেক কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রুস্তম আলী কাশিমপুর কারাগারের মূল ফটক থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পরে রুস্তম আলীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।