রাজধানীতে সমকামীসহ দুজনকে কুপিয়ে হত্যা
আলোকিত প্রতিবেদক : রাজধানীর উত্তর ধানমন্ডির কলাবাগান এলাকায় দুজন খুন হয়েছেন।
সোমবার বিকেলে চার-পাঁচজন যুবক বাসায় ঢুকে তাদেরকে কুপিয়ে হত্যা করে।
ওই এলাকার আছিয়া ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তন্ময়। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর।
এর মধ্যে জুলহাজ মান্নান মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করেন।
বিবিসি বাংলার খবরে বলা হয়, জুলহাজ মান্নান বাংলাদেশে সমকামীদের পত্রিকা রূপবানের সম্পাদক ছিলেন।
কলাবাগান থানা পুলিশ জানায়, বিকেলে দুর্বৃত্তরা পার্সেল দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে তাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।