গাজীপুরে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হল দুটি ফ্লাইওভার
আলোকিত প্রতিবেদক : ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাজীপুরের নাওজোড় ও কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকার ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভার দুটি যানবাহন চলাচলের জন্য একযোগে খুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রকোপ কমে যাওয়ায় এবার ঈদে মানুষ ব্যাপক হারে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে যাবে। তাই সড়ক পথে ভোগান্তি কমাতে কিছু কাজ বাকি থাকলেও ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে।
নগরীর নাওজোড় এলাকায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৮১০ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৫৮ কোটি ৩১ লাখ টাকা।
আর সফিপুর বাজার এলাকায় ২০১৯ সালের জুনে এক হাজার ২৬২ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা।
সাসেক প্রকল্প-১-এর ম্যানেজার শাহানা ফেরদৌস জানান, ফ্লাইওভার দুটির বাকি কাজ ঈদের পর করা হবে। চলমান সাতটি ওভারব্রিজের মধ্যেও দুটির কাজ শেষ হয়েছে।
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট থাকে। ঈদের আগে ফ্লাইওভার খুলে দেওয়ায় দুর্ভোগ অনেকটা কমবে।