গাজীপুর সিটি নির্বাচন ৪৪৩৫ সিসি ক্যামেরায় মনিটরিং করছে ইসি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পঞ্চম তলায় স্থাপিত কন্ট্রোল রুম থেকে ভোটের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে মনিটরিং করছেন।

ইসির আইডিইএ প্রকল্পের কনসালট্যান্ট শফিকুল ইসলাম জানান, চার হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

আরও খবর