সরকারের নিষ্ঠুর দমননীতির ছোবলে গণতন্ত্র দেশছাড়া : খালেদা জিয়া
আলোকিত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জঙ্গি দমনের নামে বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ওপর নামিয়ে আনা হয়েছে দুঃসহ নিপীড়নের খড়গ। এ দেশে এখন বিচারের বাণী নীরবে কাঁদে।
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকারের অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেওয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের নিষ্ঠুর দমননীতির ছোবলে গণতন্ত্রকে করা হয়েছে দেশছাড়া। উত্থান হয়েছে উগ্র জঙ্গি শক্তির। যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, ব্লগার, শিয়া সম্প্রদায়, পীর, বাউল-সাধক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মরণঘাতী হামলা করছে।