সেবার নামে প্রতারণা : রিজেন্ট হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালান।

আদালত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, ডাক্তারের স্বাক্ষরের স্থানে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর ব্যবহার ও অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনার দায়ে মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মনজুর আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, রিজেন্ট হাসপাতাল দীর্ঘদিন ধরে বিধিবহির্ভূত কার্যক্রম চালিয়ে জনসাধারণকে ধোঁকা দিয়ে আসছে।

আরও খবর