গাজীপুরের গজারিয়া পাড়া মডেল একাডেমির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম : গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরশাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. ফারুক সিকদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাহাদুরপুর এলাকার সমাজসেবক মো. শাহজাহান সিরাজ।
জাতীয় পতাকা উত্তোলন করেন গজারিয়া পাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুল মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম কফিল উদ্দিন জিহাদী।
অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির প্রধান শিক্ষিকা অনিমা দাস ও সহকারী প্রধান শিক্ষক মো. ফিরোজ খান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মো. মহিউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক থেকে দূরে থাকতে ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোশারফ হোসেন দিপু ও মো. রফিকুল ইসলাম।