‘গ্রাম্য সালিশে প্রকাশ্যে অমানবিক সাজা দিলে ব্যবস্থা’

আলোকিত প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গ্রাম্য সালিশদার, চেয়ারম্যান বা মেম্বাররা যাতে বিচারের নামে প্রকাশ্যে কারও মাথার চুল কাটতে, কান ধরে ওঠবস করাতে, গলায় জুতার মালা পরাতে, নাকে খত দেওয়াতে ও ঝাড়ুপেটা করাতে না পারে, সে জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

রবিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে  মন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর