বিশ্বে মুক্তিযুদ্ধের বীরত্ব ছড়িয়ে দিচ্ছে গেম ‘হিরোজ অব ৭১’

আলোকিত প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব ও পরিচয়।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাঙালি জাতির অসীম বীরত্বের প্রকাশ ঘটে।

বিশ্ব দরবারে মুক্তিযুদ্ধের বীরত্ব ও গৌরবগাঁথা ছড়িয়ে দিতে নির্মিত হয়েছে স্মার্টফোনে খেলার উপযোগী গেম ‘হিরোজ অব ৭১’।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় গেমটি নির্মাণ করেছে পোর্টব্লিস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হিরোজ অব ৭১’-এর নতুন সংস্করণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গেমটির প্রথম পর্ব গত ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর গুগল প্লে-স্টোর থেকে অন্তত তিন লাখ ৮০ হাজার ডাউনলোড হয়েছে। আর গেমটি খেলেছেন অন্তত ছয় লাখ ৮৪ হাজার ১৯৬ জন।