গাজীপুর স্বাধীনতা স্তম্ভে স্বমহিমায় উজ্জ্বল ৫৩ বীর শহীদ
আলোকিত প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস আমাদের পরম শ্রদ্ধার।
স্বমহিমায় উজ্জ্বল অকৃত্রিম গৌরব।
১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয়।
এরপর তা দাবানলের মত ছড়িয়ে পড়ে চারদিকে।
মুক্তি সংগ্রামে অসংখ্য শহীদের ন্যায় গাজীপুরেও জীবন উৎসর্গ করেছেন অনেকে।
তাদের অমূল্য অবদানের স্মৃতির প্রতি সম্মান জানাতে রাজবাড়ি মাঠের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে স্বাধীনতা স্তম্ভ।
২০০৭ সালের ১৯ মার্চ স্তম্ভটি উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান।
এতে ৫৩ জন বীর শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে।
এর মধ্যে সংখ্যায় প্রথম স্থানে গাজীপুর সদর। শহীদের সংখ্যা ১৫ জন। এক নম্বর ক্রমিকে আছেন জরুনের ফরহাদ হোসেন। দুই নম্বর ক্রমিকে পশ্চিম জয়দেবপুরের নিয়ামত আলী ও তিন নম্বর ক্রমিকে ভোগড়ার হুরমত আলী।
দ্বিতীয় স্থানে আছে কাপাসিয়া। শহীদের সংখ্যা ১৩ জন। এক নম্বর ক্রমিকে আছেন চামুরী গ্রামের মো. ইব্রাহিম।
তৃতীয় স্থানে আছে শ্রীপুর। শহীদের সংখ্যা ১১ জন। এক নম্বর ক্রমিকে আছেন সোহাদিয়া গ্রামের সিরাজুল ইসলাম।
চতুর্থ স্থানে আছে কালীগঞ্জ। শহীদের সংখ্যা নয়জন। এক নম্বর ক্রমিকে আছেন ইশ্বরপুর গ্রামের মোজাফফর হোসেন ভূইয়া।
আর পঞ্চম স্থানে আছে টঙ্গী। শহীদের সংখ্যা পাঁচজন। এক নম্বর ক্রমিকে আছেন দত্তপাড়া গ্রামের মোহাম্মদ আলী।
প্রতি বছর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে তাদেরকে সশ্রদ্ধচিত্তে সম্মান জানান।