স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আলোকিত প্রতিবেদক : স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ অন্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।