চীনে ‘করোনার মত’ আরেক ভাইরাসের সন্ধান
ডেস্ক নিউজ : চীনের ইউনান প্রদেশে বাদুড়ের শরীরে এবার করোনার মত একটি নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
এই ভাইরাস বিটিএসওয়াই-২ নামে পরিচিত। যা বিশ্বজুড়ে করোনা মহামারি ডেকে আনা সার্স-কোভ-২ ভাইরাসের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।
বিজ্ঞানীরা বলছেন, বাদুড়ের শরীরে পাওয়া পাঁচটি উদ্বেগজনক ভাইরাসের মধ্যে এটা একটি। এই ভাইরাস মানুষ ও গবাদিপশুর শরীরে সংক্রামক হতে পারে।
দেশটির সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয়, ইউনান ইনস্টিটিউট অব এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল ও সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছেন।
গবেষণায় প্রদেশের ছয়টি শহর থেকে ১৫টি প্রজাতির ১৪৯টি বাদুড়ের মলদ্বারের নমুনা সংগ্রহ ও জীবন্ত কোষের নিউক্লিক এসিড (আরএনএ) পৃথক করে জিনোম সিকোয়েন্সিং করা হয়।