ময়লার স্তূপ থেকে নারীর ছিন্ন মাথা ও পা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় ময়লার স্তূপ থেকে এক নারীর ছিন্ন মাথা ও পা উদ্ধার করেছে পুলিশ।
অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
অঙ্গ দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো ছিল।
পুলিশ জানায়, শনিবার সকালে কর্মজীবী মানুষ আল-আমিন মাদ্রাসা গেটের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ময়লার স্তূপে রক্তমাখা পলিথিনের ব্যাগ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ছিন্ন মাথা ও বাম পা উদ্ধার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী সাংবাদিকদের বলেন, ছিন্ন মাথা ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।