‘লাইভ বোমা’ নিয়ে জঙ্গিরা মাঠে

নিজস্ব প্রতিবেদক : দেশে নানা নামে জঙ্গিরা সক্রিয় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকার পরও থামছে না হিংস্র কর্মকান্ড।

ইতিমধ্যে ঢাকায় ইতালি নাগরিক সিজার তাবেলা ও রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া মসজিদ, মন্দির ও গির্জায় হামলা হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে যাজককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। হুমকির মুখে আছেন অনেকে।

এসবের মধ্যেই গত বৃহস্পতিবার মিরপুর ১ নম্বরের একটি ছয়তলা বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

১৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, হাতে তৈরি ১৬টি গ্রেনেড, দুটি ককটেল ও একটি সুইসাইড ভেস্ট (বোমা বা গ্রেনেড রাখার বিশেষ জ্যাকেট) উদ্ধার করা হয়েছে।

অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। এর আগের রাতে ডিবি পুলিশ এক জেএমবিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সাতজনের মধ্যে তিনজন তরুণ। তারা জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, জঙ্গিবিরোধী অভিযানে সুইসাইড ভেস্ট পাওয়ার নজির এবারই প্রথম।

ঢাকা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ ওই ১৬টি গ্রেনেডকে ‘লাইভ বোমা’ হিসেবে অভিহিত করেছেন।