শ্রীপুরে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য দেড় শতাধিক শিক্ষার্থী গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করেছে।
থেমে থেমে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাওনা পিয়ার আলী কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে।
এ সময় ফরম পূরণের সুযোগের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।
শিক্ষার্থীরা জানায়, আগে এক ও দুই বিষয়ে অকৃতকার্যদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। এবারও সুযোগ দেওয়ার জন্য তারা আন্দোলন করছেন।
কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, নির্বাচনী পরীক্ষায় ১৯০ জন কৃতকার্য হয়। গ্রেস দেওয়ার পর প্রায় ৩০০ শিক্ষার্থী কৃতকার্য হয়। পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অকৃতকার্যদের ফরম পূরণের সুযোগ বন্ধ করা হয়েছে।
শ্রীপুর থানার এসআই নাজমুল হাসান বলেন, পরিচালনা পরিষদের সদস্যদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।