গাজীপুরে কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে রবিবার রাতে এ ঘটনা ঘটে।
এতে দুই শতাধিক দোকানের মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, আগুনে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ও কম্বলসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাশের হোসেন মার্কেটের ২০-২৫টি দোকানের মালামালও পুড়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে তাদের চারটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের রাস্তা সরু হওয়ায় গাড়ি প্রবেশ ও কাজে বেগ পেতে হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। তবে কেউ আহত হয়নি।