আমরা সরকারের বিরোধী নই, অন্যায়ের বিরোধী : মঈন খান
আলোকিত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ক্ষমতায় থাকার নেশা পেয়ে বসলে সরকার দেশের মানুষের কথা ভুলে যায়। তারা খুন, গুম, অত্যাচার শুরু করে।
তিনি বলেন, বাংলাদেশ এখন সে পরিস্থিতিতে আছে। পুরো বাংলাদেশই কারাগারে পরিণত হয়েছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতাদের মুক্তি দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় মঈন খান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করি। আমরা সরকারের বিরোধী নই, সরকারের অন্যায়ের বিরোধী।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে, তারা কথা বলতে চায়, চিন্তার স্বাধীনতা চায়। যে দল গণতন্ত্র চায় না, তারা কীভাবে স্বাধীনতার পক্ষের হতে পারে?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে, বিএনপিতে মানুষের আস্থা নেই। তাহলে ১০টি বিভাগীয় সমাবেশ কীভাবে সফল হয়েছে?