আবেগতাড়িত কাপাসিয়াবাসী আবারও হতাশ
নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের রাজনীতিতে ফেরা নিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।
এক দিন পর তা ভিন্ন মোড় নেয়।
সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে ওই সম্ভাবনা নাকচ করে দেন।
গত সোমবার সকালে কাপাসিয়ার ডাকবাংলোতে দলীয় নেতা-কর্মীদের সাথে সোহেল তাজের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল।
এ উপলক্ষে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে ভিড় জমান।
পরে খবর হয় সোহেল তাজ আসবেন না।
এ ঘটনায় হতাশ হন কাপাসিয়াবাসী।
উপজেলার নয়াসাঙ্গুর গ্রামের বৃদ্ধ সাহাবুদ্দিন আক্ষেপ করে বলেন, সোহেল তাজরে ভোট দিছি। সে এলাকায় আসে না। বিদেশে বসে আছে। খুব আশা ছিল তাকে দেখব।
ভাওরাইদ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আহাম্মদ আলী বলেন, সোহেল তাজকে অনেক দিন যাবত দেখি না। তাকে দেখতে সকাল আটটায় কাপাসিয়া বাজারে গিয়েছি।
পর্যবেক্ষক মহল বলছেন, সোহেল তাজ পদত্যাগ করায় কাপাসিয়ার জন্য বেশি কিছু করতে পারেননি। তারপরও পরিবারটির প্রতি কাপাসিয়াবাসী দুর্বল। কারণ জাতীয় বীর তাজউদ্দীন আহমদকে তারা পরম ভালবাসেন।
দলের একাধিক নেতা বলেন, বর্তমান সাংসদ সিমিন হোসেন রিমি সোহেল তাজের বড় বোন হলেও জনগণের প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ এখন একাধিক ভাগে বিভক্ত। ছাত্রলীগেও এর প্রভাব পড়েছে।
তারা আরও বলেন, সোহেল তাজ কাপাসিয়াবাসীর দিকে তাকালে অনেক কিছু পাল্টে যেত। কতিপয় নেতার বেপরোয়া দুর্নীতি দলের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি সক্রিয় থাকলে সাধারণ মানুষ দাঁড়ানোর সাহস পেতেন।