দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম : ব্যাপকতা উদ্বেগজনক
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান একধাপ পিছিয়েছে।
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম।
২০১৪ সালে তা ছিল ১৪তম।
জার্মানির বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সূচকে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৫। এতে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়।