গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে।
বুধবার রাত সোয়া তিনটার দিকে আনোয়ার হোসেনের নিউ মার্কেটে ওই অগ্নিকান্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটের দোকানগুলোতে গার্মেন্টসের মালামাল ও মেশিনারিজ ছিল।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।