গাজীপুরে শব্দ দূষণ করলে শাস্তি দেবে জেলা প্রশাসন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে উচ্চস্বরে মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করলে জরিমানাসহ তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে।
শনিবার জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
এতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। পরীক্ষা চলাকালে উচ্চস্বরে মাইক বা কোন শব্দযন্ত্র ব্যবহার না করার অনুরোধ করা হল।
পরীক্ষা চলার সময় কোন অনুষ্ঠানে মাইক ব্যবহার করতে হলে জেলা প্রশাসনের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।
নিয়ম না মানলে তা জেলা প্রশাসনের মোবাইল নম্বর ০১৭১০০৬৮৬৫১ বা ই-মেইল dcgazipur@gmail.com-এ জানাতে অনুরোধ করা হয়েছে।