রোগাক্রান্ত কমিশনার মাহবুবের চিকিৎসার ব্যয় ৪০ লাখ টাকা : সিইসি

আলোকিত প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি।

তিনি বলেন, মাহবুব কখনো আইসিইউতে, কখনো সিসিইউতে ছিলেন। এ ছাড়া উনি সিঙ্গাপুর ও ভারতে চিকিৎসা নিয়েছেন।

সিইসি বলেন, এসব চিকিৎসার ব্যয় কমিশন থেকে করা হয়। এ অর্থের পরিমাণ প্রায় ৩০-৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আয়োজিত টক অনুষ্ঠানে নূরুল হুদা এসব কথা বলেন।

এতে সংগঠনের সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জেবেলসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর