চট্টগ্রামে ককটেল ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতি : ৩০০ ভরি স্বর্ণ লুট
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শুক্রবার মাগরিবের নামাজের সময় উপজেলার বারইয়ারহাটের শামীম জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাত দল অন্তত ৩০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, একটি মাইক্রোবাসে ৮-১০ জনের ডাকাত দল এসে প্রথমে কয়েকটি ককটেল ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা শামীম জুয়েলার্সের ভেতরে ঢুকে র্স্বণ লুট করতে থাকে।
মসজিদের মাইকে ঘটনাটি প্রচার হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
পরে ডাকাত দল লুট করা স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ককটেলে আহত হয়েছেন বাজারের ব্যবসায়ী শাহজাহান ও স্কুলছাত্র অনিক।
এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল করিম সাংবাদিকদের জানান, লুট হওয়া স্বর্ণ উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।