৩০ মার্চ খুলছে সব স্কুল-কলেজ

আলোকিত প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ প্রাক-প্রাথমিক ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রোজার পুরো সময়ে ছুটি থাকবে না। এমনিতেই অনেক সময় চলে গেছে।

প্রথম দিকে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন ও নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে। পরিস্থিতির উন্নতি হলে একটু একটু করে স্বাভাবিক হবে।

এর আগে গত সোমবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের পর আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

আরও খবর