আদালত অবমাননায় দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা : অনাদায়ে জেল
আলোকিত প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
অনাদায়ে তাদেরকে সাত দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার সকালে অভিযুক্তরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হন।
পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে শুনানি হয়।
শুনানিতে তাদেরকে দোষী সাব্যস্ত করেন আদালত।
গত ৫ মার্চ এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ফাঁসির আদেশ পাওয়া যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলা পুনরায় শুনানির দাবি জানান।
শুনানিতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।