রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে করা রিটের সাথে কোন সম্পর্ক নেই : বদরুদ্দীন উমর
আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে করা রিটের সাথে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট বদরুদ্দীন উমর।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৮৮ সালে এরশাদ সরকার রাষ্ট্রধর্ম আইন করার সময় যে প্রতিরোধ কমিটি হয়েছিল, আমি তার প্রেসিডিয়াম সদস্য ছিলাম। পরে কমিটির পক্ষ থেকে মামলা করা হলেও কিছুই হয়নি। এখন সেই মামলা পুনরুজ্জীবিত করা হয়েছে। আমার নামও এর সাথে জড়ানো হয়েছে।
বদরুদ্দীন উমর বলেন, তখন যে পরিস্থিতিতে মামলা করা হয়েছিল, সে পরিস্থিতি এখন আর নেই। এখন যারা ক্ষমতায় আছেন, ওই সময় বিরোধিতা করলেও তারা এই আইনের পক্ষপাতী। সেই পুরনো মামলা পুনরুজ্জীবিত করা অর্থহীন। মামলাটি পুনরুজ্জীবিত করার আগে আমাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি।