দেশে মোটা চালের দাম বাড়েনি, এটা গুজব : কৃষিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, আজও পত্রিকা দেখছি, প্রতিদিনই আপনারা দেখাচ্ছেন। চালের দাম বেশি, অমুকের দাম বেশি।
আমি কৃষিমন্ত্রী হিসেবে বলছি, গত দেড় মাসে মোটা চালের দাম ৪০ থেকে ৪৫ টাকা। এক টাকাও বাড়েনি।
তিনি বলেন, সরু চালের দাম ৬০-৬৮ টাকা। একজন নিম্ন আয়ের মানুষও আজ সরু চাল খেতে চায়। তাই কিছু ঘাটতি রয়েছে।
রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দাম বাড়ানোর গুজব সৃষ্টি করছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, খাদ্যের জাহাজ ঘুরিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, তারাই আবার ক্ষেত্র প্রস্তুত করছে।
এই মুহূর্তে খাদ্য গুদামে দেশের ইতিহাসে সর্বোচ্চ মজুত রয়েছে। আমেরিকা ও ইউক্রেনের কাছ থেকে খাদ্য লাগবে না।