তেঁতুলতলা মাঠ কখনো মাঠ ছিল না : বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তেঁতুলতলা মাঠ কখনো মাঠ ছিল না। এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল। সেজন্য থানা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, যদি মেয়র অন্য একটি জায়গা দেন, সেখানে মাঠ হবে। এখানে বরাদ্দ হয়ে গেছে। এটা এখন পুলিশের সম্পত্তি।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে পরিবেশবাদীরা বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশবাদীদের মধ্যে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও স্থপতি ইকবাল হাবিব।