ক্যানসার কোষ শনাক্ত করতে পারে কবুতর?
ডেস্ক নিউজ : কবুতরের দৃষ্টিক্ষমতা মানুষের মতই। কবুতর সূর্যের বেগুনি রশ্মি চিহ্নিত করতে পারে। মানুষ তা পারে না।
অবশ্য কবুতরের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের এক হাজার ভাগের এক ভাগ মাত্র।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিচার্ড লেভেন্সন ও লোয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াসারম্যান ঘোষণা দিয়েছেন, কবুতরের মাধ্যমে তারা মানবদেহে ক্যানসার শনাক্ত করতে পারবেন।
সংবাদমাধ্যম সিএনএনে বিষয়টি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা দেখেছেন কবুতর মানবদেহে ক্যানসার কোষ শনাক্ত করার ক্ষমতা রাখে। এই আবিষ্কার ভবিষ্যতে ক্যানসার নির্ণয়ে ডাক্তারদের সাহায্য করবে বলে আশা করছেন তারা।
আটটি কবুতর নিয়ে গবেষণাটি চালানো হয়েছে। প্রতিটি কবুতরকে একটি ক্যানসার আক্রান্ত কোষের ছবি ও একটি সুস্থ কোষের ছবি দেখানো হয়। তাদের শেখানো হয় যেন তারা ক্যানসার আক্রান্ত কোষ দেখলে ওই ছবিতে ঠোকর দেয়।
এভাবে টানা ১৫ দিন প্রশিক্ষণ দেওয়ার পর দেখা যায়, শতকরা ৮৫ ভাগ ক্ষেত্রে কবুতরগুলো ক্যানসার কোষ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যখন তাদের দলবদ্ধভাবে কোষ শনাক্ত করতে দেওয়া হয় তখন তারা প্রায় নিখুঁতভাবে কর্ম সমাধা করে।